1. admin@dailypabna24.com : admin :
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

পাবনার সাগরন্দীতে ২জনকে দূর্বৃত্তদের গুলি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

ডেস্ক নিউজঃগতকাল রাত আনুমানিক ১১টার সময় পাবনা সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ২ জনকে গুলি করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। গুলিতে আহত একজনের নাম ইউনুস (২৮), পিতা মোঃ ইসলাম মোল্লা, তিনি শ্রীপুর গ্রামেরই বাসিন্দা,অপর জনের নাম মোঃ আরিফুল ইসলাম (২৩) ( বাবুলু মাষ্টারের ছোট ভাই) আরিফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অর্নাসের ছাত্র।
দ্রুত গুলিবিদ্ধ দুজনকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়।৷
স্থানীয়দের মারফতে জানা যায়, গতকাল রাত ১১ দিকে শ্রীপুর সরকার বিদ্যালয়ের পাশস্থ একটি দোকানে আড্ডা দিচ্ছিল,এ সময় ৫/৭ জনের একটি দল অস্ত্র নিয়ে এসে দুজনকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিক ভাবে ধরানা করা হচ্ছে চরমপন্থীরা এ ঘটনা ঘটিয়েছে। উক্ত ঘটনায় আমিনপুর থানায় একটি মামলা হয়েছে এবং দুজনকে আটক করেছে সুজানগর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
           মেইলঃ dailypabna@gmail.com
  © স্বত্ব সংরক্ষিত © ২০২২ dailypabna২৪.com
Theme Customized By Shakil IT Park