ডেস্ক নিউজ : গতকাল ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে কাশিনাথপুরের জনতা ব্যাংক শাখার এক গ্রাহক টাকা উত্তোলন করে যাবার পথে ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন। ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম, তিনি সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন মোবারকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, শরিফুল ইসলাম বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে জনতা ব্যাংক, কাশিনাথপুর শাখা থেকে ৭ লাখ ৯০ হাজার টাকা তোলেন। তার কাছে থাকা আরও ১৫ হাজারসহ মোট ৮ লাখ ৫ হাজার টাকা নিয়ে যাবার পথে আমিনপুর থানাধীন নান্দিয়ারা গোরস্থানের পাশে একটি মাইক্রোবাস তার গতি রোধ করে পুলিশ পরিচয়ে জোর করে গাড়িতে তোলেন এবং হাত-চোখ বেঁধে প্রায় ২ ঘণ্টা গাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরায়। এ সময় শরিফুলকে মারপিট করে অস্ত্রের মুখে একটি স্মার্ট ফোন ও ৮ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুপুর একটার দিকে চব্বিশমাইল আলাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়ি থেকে ফেলে দিয়ে ছিনতাইকারীরা চলে যায়। শরিফুল জানান, গাড়ি থেকে ফেলে দেবার পরে তিনি গাড়ির পেছন থেকে নম্বরটি দেখে রাখেন যার নম্বর ১৩- ৬৯৩২।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ ছিনতাইকারীদের সনাক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Leave a Reply