ডেস্ক নিউজঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বি আই ডব্লিউ টিসি কর্তৃপক্ষ ফেরি এবং জাহাজের ভাড়া পূনঃনির্ধারন করেছে।যা আগের চেয়ে ২০ শতাংশ বৃদ্ধি হারে নির্ধারন করেছে এবং বি আই ডব্লিউ টিসির মহাব্যবস্থাপক মোঃ আজমল হোসেনের স্বাক্ষর করা ১৭ /০৮/২০২২ তারিখের প্রজ্ঞাপনের আলোকে ১৮ আগষ্ট সকাল থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর করা হয়।
বাংলাদেশের নদী বন্দরের বিভিন্ন রুটের দূরুত্ব অনুযায়ী বৃদ্ধির হার ২০ শতাংশ ঠিক রেখে ভাড়ার তালিকা নির্ধারন করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ । পাবনার কাজিরহাট ফেরি টু আরিচা ফেরি ঘাটের ভাড়া তালিকার বর্ধিত ভাড়া হার তুলে ধরা হল- এ ঘাটে ১ টনের পন্যবাহী যানবাহনে জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে ১৩০০ টাকা, ১ টনের অধিক ছোট কার্ভাড ভ্যানের ভাড়া ১৫০০ টাকা, ট্রাক / ট্যাংক লরী, কাভার্ড ভ্যান (৩ টন থেকে ৫ টন পর্যন্ত) ভাড়া ১৫৫০ টাকা, ট্রাক / ট্যাংক লরী, কাভার্ড ভ্যান (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ভাড়া ২০৪০ টাকা, ট্রাক / ট্যাংক লরী, কাভার্ড ভ্যান (৮ টন থেকে ১১টন পর্যন্ত) ভাড়া ২৬৫০ টাকা, এর পর ১০ চাকা বিশিষ্ট সাধারণ পন্যবাহী যানবাহনের ক্ষেত্রে ৩০ টন পর্যন্ত ভাড়া ৫৭০০ টাকা,মিনি বাস /কোষ্টার ১৭৪০ টাকা,মাঝারি মাপের বাসের ভাড়া ২৪৬০ টাকা, মাইক্রোবাস,এ্যাম্বুলেন্স, বড় টেম্পু,হিউম্যান হলার টাইপের যানবাহনের ভাড়া ১৪৫০ টাকা, ষ্টেশন ওয়াগন,ল্যান্ডক্রুজার, বড় জীপ,প্রাডো,নিশান,পাজেরো,পেট্রোল জাতীয় লাক্সারি এর ভাড়া ১৩০০ টাকা, কার ১০২০ টাকা, সিএন জি, অটো রিকশা, বেবী ট্যাক্সী,ভ্যান, রিকশা এর ভাড়া ৪২০ টাকা, মোটর সাইকেল ১৫০ টাকা এবং বাই সাইকেল ৬০ মানুষের ভাড়া ডিলাক্স/ উচ্চ শ্রেনী ৯০ টাকা এবং সুলভ সাধারন ৩৬ টাকা নির্ধারন করেছে বিআরটিসি কর্তৃপক্ষ। এরুটের চালকদের সাথে কথা বলে জানা যায় – হঠাৎ করে ভাড়া বাড়ায় বিড়ম্বনায় পড়েছে গাড়ীর চালকেরা, কেননা কিন্তু কোম্পানির সাথে একটি ভাড়া চুক্তি করে গাড়িতে পন্য তুলে থাকে,সেই সাথে তারা ভাড়া হিসাব করে রোড খরচ নিয়ে বের, হুট করে কোন নোটিশ ছাড়া রাতারাতি ভাড়া নতুন হার নির্ধােন করায় বিপাকে পড়েছে চালকেরা।আর সাধারণ যাত্রীদের অভিযোগ এই রুটে কর্তৃপক্ষের বেধে দেয়া টিকিটের মূল্য থেকে ৫ টাকা করে বেশি নেয়া হয় অর্থাৎ বি আই ডব্লিউ টিসির নির্ধারিত ভাড়া থেকে সবসময়ই ৫ টাকা বেশি নেয়ার অভিযোগ করে সাধারণ যাত্রীরা তাছাড়াও সাধারণ যাত্রীদের ব্যাগ ও ছোট খাটো মালামাল বহনের অযুহাত দেখিয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশসানের আরও নজরদারীর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা।
Leave a Reply